আন্তর্জাতিক

ক্রিমিয়া ব্রিজে হামলা, আটজনকে গ্রেফতারের দাবি রাশিয়ার

ইউক্রেন থেকে অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী ‘কার্চ’ সেতুতে হামলার ঘটনায় আটজনকে গ্রেফতারের দাবি করেছে রাশিয়া।

তাদের পাঁচজন রুশ নাগরিক ও বাকিরা ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক বলে দাবি করা হয়েছে।

বুধবার রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এই দাবি করেছে।
রাশিয়ার দাবি, ওই হামলার পেছনে কিইয়েভের হাত ছিল। কিন্তু ইউক্রেনের একজন কর্মকর্তা রাশিয়ার তদন্তকে ‘ননসেন্স’ বলে বর্ণনা করেছেন।

এদিকে, ওই ব্রিজে হামলার ঘটনায় ইউক্রেনে অভিযান জোরদারের যে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার অংশ হিসেবে এখনও দেশটির বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রয়েছে।

ইউক্রেনের খেরসন, জাপোরিঝিঝয়া এবং নিকোপোল শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিয়েভে বিবিসির সাংবাদিক হুগো বাচেগা বলেছেন, রাশিয়ার দখলকৃত বৃহত্তম শহরগুলোর অন্যতম খেরসনেও পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে ইউক্রেনীয় বাহিনীর পক্ষ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে অসমর্থিত খবর পাওয়া গেছে। তারপরও পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ওই শহরে।

তিনি বলেন, কী কারণে বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়।

এদিকে ইউক্রেনের নিয়ন্ত্রিত কয়েকটি শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ইউক্রেনের জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র জাপোরিঝঝিয়ায় এবং এর আশেপাশে পড়েছে। এগুলোর একটি শহরের একটি আবাসিক ভবনে পড়ায় তা ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, ডিনিপ্রো অঞ্চলের নিকোপোলে গোলাবর্ষণে ছয় বছর বয়সী এক মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সূত্র: বিবিসি