রাজনীতি

বাধা দিয়েও সমাবেশ ঠেকাতে পারেনি সরকার: মির্জা ফখরুল

বাধা দিয়েও সরকার বিএনপির সমাবেশ ঠেকাতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মানুষ এখন জেগে উঠেছে। সড়ক বন্ধ করে আর আন্দোলন ঠেকানো যাবে না।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে তত্ত্বাবধায়ক সরকার ও বর্তমান পেক্ষাপট নিয়ে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৩ দিন হরতাল করেছে আওয়ামী লীগ। রাজনৈতিক সংস্কৃতি ঠিক রাখতে বিএনপি সরকার সে দাবি মেনে নিয়েছিল।

দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য এককভাবে আওয়ামী লীগ দায়ী বলে দাবি করেন বিএনপি মহাসচিব। বাকশাল এর প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, দেশ রক্ষায় সুষ্ঠু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। গাইবান্ধায় উপনির্বাচন প্রমাণ করেছে ইসির নিয়ন্ত্রণে নেই নির্বাচন বাস্তবায়নকারী প্রশাসন।

সচেতন নাগরিক ফোরাম নামক নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে এ আলোচনার আয়োজন করা হয়।