-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার সামনে ২০১ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ফিন অ্যালেন ও কনওয়ের তাণ্ডবে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে কিউইরা।
ব্যাটিংয়ে নেমে স্টার্কের করা প্রথম ওভারেই ১৪ রান তুলে নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের তাণ্ডব দেখে কনওয়েও সমানে ব্যাট চালাচ্ছেন। পরের ওভারে দুই চারে কিউইরা তুলে নেয় ১৫ রান। প্যাট কামিন্সের তৃতীয় ওভার থেকে অ্যালেন তুলে নেন ১৭ রান। মার্কাস স্টয়নিসের করা চতুর্থ ওভারে কিছুটা কম হলেও ১০ রান তুলে দুই কিউই ওপেনার। চার ওভারেই নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে উঠে ৫৬ রান।
পঞ্চম ওভারে হ্যাজেলউডের ইয়র্কারে বিদায় নেন ফিন অ্যালেন। ফেরার আগে ৫ চার আর ৩ ছক্কায় ১৬ বলে বিধ্বংসী ৪২ রানের ইনিংস খেলেন তিনি। দলীয় ১২৫ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের। জাম্পার ঘূর্ণি সামলাতে না পেরে এলবির শিকার হন কেন উইলিয়ামসন। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের জুটি। ২৩ বলে ২৩ রান করেন কিউই অধিনায়ক।
উইলিয়ামসন ফিরলে আরেক প্রান্তে ফিফটি তুলে নেন কনওয়ে। ইনিংসের শেষ অবধি অপরাজিত থাকেন এই ব্যাটার। ৭ চার ও ২ ছক্কায় ৫৮ বলে ৯২ রান করেন তিনি। শেষদিকে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন জিমি নিশাম।
অজিদের পক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে দুই উইকেট নেন জশ হ্যাজলউড।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, লুকি ফার্গুসন।