সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ড্র করে সাফের শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। হেড টু হেডে এগিয়ে থাকায় বাংলাদেশকে টপকে শিরোপা নিজেদের করে নেয় নেপাল।
তিন দলের টুর্নামেন্টে চারটি করে ম্যাচ হয়েছে। চার ম্যাচ শেষে নেপাল সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে রানার্স আপ।
আজ বাংলাদেশ নেপালকে হারালে দুই দলেরই পয়েন্ট সমান ৯ হতো। সেক্ষেত্রে বাংলাদেশ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হতো।
শুক্রবার (১১ নভেম্বর) ঢাকায় কমলাপুরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের অঘোষিত ফাইনাল ম্যাচে ১৪ মিনিটে লিড পায় নেপাল। কানন রানী বাহাদুর কাট ব্যাক ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন সুশিলার পায়ে। নেপালে এই ফরোয়ার্ডের দূরপাল্লার শট বাংলাদেশের গোলকিপারকে পরাস্ত করলে ১-০ গোলে এগিয়ে যায় নেপাল।
প্রথমার্ধের ৩৫ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সুরভি আকন্দ প্রীতি লাফিয়ে উঠেও মাথা ছোঁয়াতে না পারায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
তবে, দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করতে সক্ষম হয় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৫৫ মিনিটে জয়নব বিবি রিতার কর্নার থেকে রুমা আক্তারের হেডে জালে বল জড়ায় বাংলাদেশ। ম্যাচের বাকি সময় আর কোন গোল করতে না পারায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। আর তাতেই বয়সভিত্তিক সাফ জয় থেকে বঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে।