বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ
রাজনৈতিক দলের সকল পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা দাবিতে জানিয়েছে অপরাজিতা ও নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে করেছে এই দাবী জানানো হয়।
সংবাদ সমেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, অপরাজিতা ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন। এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, অপরাজিতা নারী উন্নয়নের ফোরামের সদস্য কচুয়া উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান তাসলিমা বেগম, রামপাল উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনে আরা মিলি, অপরাজিতা ও ইউপি সদস্যরা তানজিলা খাতুন, আমেনা বেগম, তুহিনা বেগম, রেকসোনা বেগম, মুসলিমা বেগম, রেশমা বেগম, দুলালি আক্তার, শিক্ষিকা রহিমা খাতুন প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই সম্মেলনের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে অপরাজিতা, নারীজন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এর আর্থিক সহযোগিতায় ও হেলবেটার ইন্টার কো-অপারেশন ও রূপান্তর যৌথভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।