রাজনীতি

নিহত নয়নের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি।

বুধবার উপজেলার চরশিবপুর গ্রামে নিহত নিয়নের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই অনুদান তুলে দেন।

একইসঙ্গে নয়নের ছোট ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিনা উস্কানিতে পুলিশ গুলি করে নয়নকে হত্যা করেছে। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের সাত নেতাকর্মীকে এরই মধ্যে হত্যা করা হয়েছে। নয়নের রক্ত বৃথা যাবে না। এই হত্যার বিচার আমরা করবো।

এসময় বিএনপির সংসদ সদস্য ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর বিকেলে উপজেলা সদরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন নয়ন। তিনি সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ও চরশিবপুর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন।