পরাজয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করে ক্যামেরুন ও সার্বিয়া। ব্রাজিলের কাছে সার্বিয়া হেরেছে ২-০ গোলে আর সুইজারল্যান্ডের কাছে ক্যামেরুন হারে ১-০ গোলে। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া ক্যামেরুন ও সার্বিয়ার আজ সুযোগ ছিল জয়ে ফিরে শেষ ষোলোর লড়াইয়ের আশা জিয়েইয়ে রাখার। কিন্তু ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলেও কোনো দল জয় ছিনিয়ে নিতে পারেনি। ম্যাচটি দুলছিল পেন্ডুলামের মতো। প্রথমে গোল করে এগিয়ে যায় ক্যামেরুন। তারপর এগিয়ে যায় সার্বিয়া। ২ গোলে পিছিয়ে থেকেও খেলায় সমতায় ফেরে ক্যামেরুন। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ৩-৩ গোলের ড্রয়ে। সোমবার কাতারের রাজধানী দোহার আল জানুস স্টেডিয়ামে ক্যামেরুন-সার্বিয়ার এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা আরও সহজ হলো ব্রাজিলের। এই ম্যাচ ড্র হওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অনেকটা সুবিধা হয়ে গেল নেইমারদের ব্রাজিলের জন্য। ২ ম্যাচে সার্বিয়া ও ক্যামেরুনের পয়েন্ট সামন ১। ব্রাজিল পরের ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে যাবে।
Related Articles
শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে পেল আর্জেন্টিনা, কোয়ার্টারের পথে এগিয়ে
পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে আর্জেন্টিনা। গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের মুখোমুখি হতে হচ্ছে না আকাশি-সাদাদের। নকআউট পর্বে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পরিষ্কার এগিয়ে আলবিসেলেস্তেরা। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। এরপর […]
২০২৬ বিশ্বকাপ ফুটবলে এশিয়া থেকে আটটি দল সুযোগ পাবে
ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় বর্তমানে ৩২ দল নিয়ে । তবে ২০২৬ সালের আসর থেকে দলের সংখ্যা বেড়ে ৪৮-এ পরিণত হবে। আসন্ন সেই বিশ্বকাপের জন্য এশিয়া থেকে বাছাইপর্বের কাঠামো চূড়ান্ত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ফিফার ঘোষণা অনুযায়ী, এশিয়া থেকে ২০২৬ বিশ্বকাপে আটটি দল বাছাইপর্ব পেরিয়ে সরাসরি খেলার সুযোগ পাবে। এছাড়া আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে […]
পোল্যান্ডকে উড়িয়ে ফ্রান্সকে কোয়ার্টারে নিলেন এমবাপ্পে
ফ্রান্সের একের পর এক আক্রমণ ও গোল না হওয়ার হতাশার ফাঁকে দু’বার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল পোল্যান্ড। প্রথমার্ধে ওই সুযোগ নিতে পারেনি পোলিশরা। বরং গোলে পঞ্চমবার শট নিয়ে ব্রেক থ্রু দেন অলিভার জিরু। শেষ বাশির আগে পেনাল্টিতে গোল করা ছাড়া তেমন সুযোগই তৈরি করতে পারেনি লেভার দল। বরং এমবাপ্পের দারুণ দুই গোলে পোল্যান্ডকে ৩-১ গোলে […]