পরাজয়ে কাতার বিশ্বকাপের মিশন শুরু করে ক্যামেরুন ও সার্বিয়া। ব্রাজিলের কাছে সার্বিয়া হেরেছে ২-০ গোলে আর সুইজারল্যান্ডের কাছে ক্যামেরুন হারে ১-০ গোলে। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া ক্যামেরুন ও সার্বিয়ার আজ সুযোগ ছিল জয়ে ফিরে শেষ ষোলোর লড়াইয়ের আশা জিয়েইয়ে রাখার। কিন্তু ম্যাচের শুরু থেকেই দারুণ ফুটবল খেলেও কোনো দল জয় ছিনিয়ে নিতে পারেনি। ম্যাচটি দুলছিল পেন্ডুলামের মতো। প্রথমে গোল করে এগিয়ে যায় ক্যামেরুন। তারপর এগিয়ে যায় সার্বিয়া। ২ গোলে পিছিয়ে থেকেও খেলায় সমতায় ফেরে ক্যামেরুন। শেষ পর্যন্ত খেলা শেষ হয় ৩-৩ গোলের ড্রয়ে। সোমবার কাতারের রাজধানী দোহার আল জানুস স্টেডিয়ামে ক্যামেরুন-সার্বিয়ার এই ড্রয়ের ফলে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোয় যাওয়ার রাস্তা আরও সহজ হলো ব্রাজিলের। এই ম্যাচ ড্র হওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে অনেকটা সুবিধা হয়ে গেল নেইমারদের ব্রাজিলের জন্য। ২ ম্যাচে সার্বিয়া ও ক্যামেরুনের পয়েন্ট সামন ১। ব্রাজিল পরের ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে যাবে।
Related Articles
বিশ্বকাপে ফের অঘটন, জাপানের কাছে জার্মানির হার
কাতার বিশ্বকাপে বড় হোচট খেলো জার্মানি। আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হলো হ্যান্সি ফ্লিকের দলকে। জাপানের কাছে হেরে গেছে ২-১ গোলে। অথচ ইতিহাস, ঐতিহ্য, পরিসংখ্যান, শক্তিমত্তা সব দিক থেকেই ঢের এগিয়ে ছিল জার্মানি। কিন্তু আজ আর তা সহায় হলো না জার্মানের। জাপানের রূপকথায় খলনায়ক হয়েই থাকলো তারা। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা […]
ফাইনালই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ: মেসি
ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু অর্জন করেছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। তবে এখনো বিশ্বকাপের ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি তার। সেই স্বপ্ন নিয়েই এবার কাতার বিশ্বকাপের শুরুটা করেছিলেন অধিনায়ক মেসি। গ্রুপ পর্ব, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ও সেমিফাইনাল পার করে স্বপ্নের শিরোপা পেতে আর এক ম্যাচ দূরে ৩৫ বছর বয়সী এ তারকা। আগামী রোববার ফাইনালের মঞ্চে বিশ্বকাপ জেতার মিশন […]
এম্বেলোর গোলে জিতল সুইজারল্যান্ড
কাতারের আল জানুব স্টেডিয়ামে জি গ্রুপের গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। বিশ্বকাপ তো বটেই; আন্তর্জাতিক ফুটবলেই প্রথমবারের মতো আজ একে অন্যরের বিরুদ্ধে খেলেছে ক্যামেরুন ও সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই একাম্বি-হোংলা ও আংগুইসারার উপর্যুপরি অ্যাটাকে কাঁপতে থাকে সুইজারল্যান্ডের রক্ষণ ভাগ। কিন্তু সেই রক্ষণ ভাঙতে সক্ষম হয়নি ক্যামেরুন। সুইসদের গোলকিপার ইয়ান সমারের দারুণ নৈপুণ্যে […]