ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি–ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রানীসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রানী সম্পদ ও ডেইরি প্রকল্পের আওতায় ফারমার্স ফিল্ড স্কুল এফ এফ এস এর জন্য বিভিন্ন ট্রেনিং উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড, হারুন অর রশিদের সভাপতিত্বে – লাইভস্টক এক্সটেশন অফিসার ডাক্তার শর্মিষ্ঠা ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার তানজিলা ফেরদৌসী, ডেইরি এসোসিয়েশন ত্রিশাল সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল মতিন সরকার তার বক্তব্যে বলেন সকলকে প্রশিক্ষণ সঠিকভাবে গ্রহণ করে এবং অন্যান্য খামারিদের মাঝে জ্ঞান পৌঁছে দিতে হবে। ডক্টর হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, ত্রিশাল উপজেলায় মোট ১২ টি এফ এফ এস গঠিত হয়েছে। প্রতিটি এফএফ এস এতে প্রতি মাসে ন্যূনতম দুইটি প্রশিক্ষণ দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে ফারমার্স ফিল্ড স্কুল সদস্যদের মাঝে আইডি কার্ড, কেবিনেট ওয়াইট বোর্ড সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।