জাতীয়

তেল-গ্যাসের পাইপলাইনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যাস ও তেলের পাইপলাইনের নির্মাণ কাজ দ্রুততম সময়ে শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। পাইপলাইনগুলো আরও তাড়াতাড়ি শেষ করতে বলা হয়েছে, যাতে গ্যাস এবং ফুয়েল পাইপলাইনের মাধ্যমে দেয়া যায়। তাহলে সিস্টেম লসসহ অন্যান্য লস যেমন ক্যারিং কস্ট, হ্যাজার্ড এগুলো কমে আসবে, কার্যকারিতা বাড়বে।

এ সময় সচিব বলেন, সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত যেকোনো প্রতিষ্ঠানের আর্থিক আয়-ব্যয় অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আইনটির সংশোধনের ফলে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের আয় ব্যয়ের হিসেব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিবে।