জাতীয়

এ বছর সীমান্তে হত্যা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘অন্য বছরের তুলানায় এ বছর সীমান্ত হত্যা কম। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে দুই দেশ। এ নিয়ে সম্প্রতি এক বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একমত হয়েছেন।’ সীমান্তে সচেতনতা বাড়ানোর ওপর তিনি জোর দেন। তবে এ বছর কতজন বাংলাদেশি সীমান্তে হত্যার শিকার হয়েছেন তা উল্লেখ করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আজ শনিবার লালমনিরহাট চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের প্লটিনাম জুবিলি অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

লালমনিরহাট সীমান্টে বিভিন্ন সময়ে হত্যাকান্ডের শিকার ছয় বাংলাদেশির মরদেহ ভারতের বিভিন্ন হিমাগারে পড়ে রয়েছে। নিহতদের লাশ কবে নাগাদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।’

বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস, জেলা পরিষষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ও পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে এক বর্নাঢ্য র‌্যালি শহরের মিশন মোড় এলাকা ঘুরে প্রতিষ্ঠানে এসে শেষ হয়।