দেশবার্তা

বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় মহা সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ
বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ ডিসেম্বর বেলা ৩ ঘটিকায় খুলনার লাক্সারিয়াস হোটেল দ্য গ্র্যান্ড প্যালেসে বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনের আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোনায়েম লিংকন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান আজিজ। দিনব্যাপী মহাসম্মেলনের অনুষ্ঠানে বিভিন্ন জেলার নারীদের উদ্যোক্তা হওয়ার গল্প বলা ছাড়াও উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, খুলনা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দিন, খুলনা বিসিকের আঞ্চলিক পরিচালক নাসরিন তাহেরা, বি ডাব্লিউ সি সি আই খুলনার বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু, নাসিব খুলনা বিভাগের সভাপতি ইফতেখার আলী বাবু, খুলনার গ্রীন নারী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাকেরা বানু।বাংলাদেশ উদ্যোক্তা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি নাসিমা আক্তার স্বর্ণলতা, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা নেত্রী রিজিয়া পারভীন, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান, আকলিমা আক্তার, আজিম হোসেন, অলিউর রহমান, লিপি আক্তার, নিশা ইসলাম বৃষ্টি, মিরপুর জোনের টিম লিডার ফাতেমা আক্তার।

বক্তব্য রাখেন, মাগুরা জেলার সভাপতি মৌমিতা কুন্ডু, ফরিদপুর জেলার জেসমিন আক্তার ইমি, ঝিনাইদহ জেলার আনজুম ইসলাম মিম, বাগেরহাট জেলার আবিদা সুলতানা ললি, যশোর জেলার সুফিয়া মাহমুদ রেখা, কুষ্টিয়া জেলার ফরিদা পারভীন মিতা, গাইবান্ধা জেলার হোসনেয়ারা খাতুন, চাঁদপুরের আয়েশা মুন্নি কুষ্টিয়ার মোস্তাফিজুর রহমান খুলনা জেলার জান্নাতুল ফেরদাউস সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত উদ্যোক্তা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার উদ্যোক্তা বান্ধব। এই সম্মেলন দেখে মনে হচ্ছে বিভাগ ছাড়িয়ে পুরো দেশ ছাড়িয়ে গেছে। বিভিন্ন মেলায় উদ্যোক্তাদের জিনিসপত্র দেখে মন ভরে যায়। উদ্যোক্তাদের মধ্যেও সে সময় প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়। নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদের উদ্যোক্তা তৈরিতে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন নেতৃবৃন্দ। উদ্যোক্তাদের প্রশিক্ষণ নিতে হবে তাহলে তারা অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। নেতৃবৃন্দ সকল উদ্যোক্তাকে তাদের পণ্য সমূহ অনলাইন বা অফলাইনের মাধ্যমে প্রচারের আহ্বান জানান। তারা আরো বলেন মনে করতে হবে, আমরা পারি এবং আমরা পারবো।