ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই কিশোর নিহত হয়েছ।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজধানীর মুগদা মানিকনগর বালুরমাঠ এলাকা মো: ইদ্রিস আলীর ছেলে অনিক (১৭) ও একই এলাকার মো: চান্দু মিয়ার ছেলে শাওন (১৮)। অনিক সাইনবোর্ড, ব্যানারের কাজ করতেন।
জানা গেছে, রাত ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন অনিক ও শাওন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত অনিকের বড় ভাই ইয়াসিন মিয়া জানান, অনিকের সাথে রাত ১০টার দিকে মোবাইলফোনে তার কথা হয়। তখন অনিক তাকে জানায়, বন্ধুদের সাথে একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছে। এরপর রাত ১২টার দিকে তিনি খবর পান ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে দু’জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তিনি ঢাকা মেডিক্যালে গিয়ে তাদের লাশ দেখতে পান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গভীর রাতের ঢাকা মহাসড়কের সড়ক দুর্ঘটনায় দুই কিশোর গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।