দেশবার্তা

বরিশালে বালুবাহী ট্রলির চাপায় প্রাণ গেল গৃহবধূর

বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ সড়কে বালুবাহী ট্রলির চাপায় মনোয়ারা বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী। ৩ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী তিনি।

নিহতের স্বামী জাকির হোসেন জানান, তাদের বাসার পাশেই নিচু জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সড়ক পাড় হওয়ার সময় বালুবাহী একটি ট্রলি মনোয়ারা বেগমকে চাপা দেয়। পরে আহতাবস্থায় মনোয়ারা বেগমকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছিল।

তিনি অভিযোগ করেন, জরুরি বিভাগ থেকে তাকে ভেতরে নিয়ে যেতে ট্রলিতে তোলা হলে ট্রলিবাহকরা টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটি করে সময় নষ্ট হলে মনোয়ারা বেগম জরুরি বিভাগেই মারা যান।

তবে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তফা জামান দাবি করেছেন, হাসপাতালে আনার আগেই মনোয়ারা বেগম মারা যান। চিকিৎসার গাফিলতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, ট্রলি চালক নিশাত রায়হান হিরাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।