আন্তর্জাতিক

চীনের সিচুয়ান প্রদেশে যত খুশি সন্তান নিতে পারবেন দম্পতিরা

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে এখন থেকে দম্পতিরা যতজন ইচ্ছে সন্তান নিতে পারবেন। জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর: বিবিসি’র।

চীনের ৬০ বছরের ইতিহাসে গত বছর জনসংখ্যা কমতির দিকে গেছে। কয়েক দশক ধরে দেশটিতে এক সন্তান নীতি চলে আসছিল। ২০২১ সালে বিবাহিত দম্পতির জন্য তিন সন্তান পর্যন্ত নেওয়ার অনুমতি দেয় চীন সরকার।

আট কোটি মানুষের সিচুয়ান প্রদেশে এবার বিয়ে না করেও সন্তান গ্রহণের বৈধতা দেওয়া হয়েছে। এবং এমন সন্তানরা সব ধরণের সুবিধা পাবে। এর আগে প্রদেশটিতে কোনো নারী একা সন্তান জন্ম দিয়ে তা রেজিস্ট্রেশন করতে পারতেন না।

১৯৭৯ সাল থেকে চলে আসা এক সন্তান নীতি ২০১৬ সালে বাতিল করা হয়। এর আগে ওই নীতি না মানলে জরিমানা আরোপ করা হতো এমনকি চাকরিও হারাতে হতো একাধিক সন্তানের মা-বাবাকে। এই নীতির কারণে অনেক নারীকে বাধ্যতামূলক গর্ভপাতও করাতে হয়েছে। ২০১৬ সালে চীনে জন্মের চেয়ে মৃত্যু সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

পাশের দেশ জাপানেও একই সমস্যা দেখা দিয়েছে। জন্মহার ব্যাপক পরিমাণে কমে গেছে।