আন্তর্জাতিক

ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিমরা) এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয় বলে জিয়ো নিউজ উর্দূ জানিয়েছে।

নির্দেশনা অনুযায়ী- টিভি চ্যানেলগুলোতে সরাসরি বা ধারণকৃত ইমরানের কোনো বক্তব্য প্রচার করা যাবেনা। এটি সব স্যাটেলাইট চ্যানেলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

কারণ হিসেবে বলা হয়, ইমরান খান সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অব্যাহতভাবে ভিত্তিহীন বিভিন্ন অভিযোগ ও বক্তব্য দিয়ে আসছেন। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

এদিকে ইমরান খানকে গ্রেফতার না করে তার লাহোরের বাড়ি ত্যাগ করবে না পুলিশ। এমন কথা জানিয়েছেন ইসলামাবাদের পুলিশপ্রধান।

রোববার বেলা সাড়ে ১২টা থেকে তার বাড়ির সামনে অবস্থান করছে পুলিশ। আর সকাল থেকে গ্রেফতার রুখতে ইমরানের বাড়ির সামনে অবস্থান করছেন তার সমর্থকরা। তাদের একটাই দাবি, ইমরানকে গ্রেফতার করা হলে আন্দোলনে উত্তাল হয়ে উঠবে গোটা পাকিস্তানে।

বাড়ির ভেতর নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের অজুহাতে গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন ইমরান খান।

ইমরান খানের বিরুদ্ধে গত সপ্তাহে একটি মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই মামলায় বলা হয়, তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশের নেতাদের কাছ থেকে যেসব উপহার পেয়েছিলেন সেগুলোর কথা তিনি সঠিকভাবে জানাননি।