জাতীয়

শবে বরাত উপলক্ষে মহানগরজুড়ে নিরাপত্তা জোরদার

মহান আল্লাহর রহমত কামনার মধ্যদিয়ে মঙ্গলবার (৭ মার্চ) দিনগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। নিরাপদ ও স্বাচ্ছন্দে ইবাদত-বন্দেগির স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মহানগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নিরাপত্তার অংশ হিসেবে থাকছে বিভিন্ন মসজিদ ও মাজার কেন্দ্রিক চেকপোস্ট ও পিকেটিং ব্যবস্থা। পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি থাকবে মোটরসাইকেল নিয়ে মোবাইল টিম। এসবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে ডিএমপির আইএডি ও গোয়েন্দা টিম। এছাড়া বিশেষায়িত সহায়ক দল হিসেবে থাকবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট, ডগ স্কোয়াড (কে-৯) ও ক্রাইম সিন ইউনিট।

শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।

একইসঙ্গে নগরবাসীকে শবে বরাতের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার্থে কর্তব্য পালনে সহায়তা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।