দেশবার্তা

সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন আংশিক নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের তুলার গুদামে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। তবে গুদামের কিছু কিছু অংশে এখনো আগুন জ্বলছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তুলার গোডাউনের ভেতরে কিছু কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি এখনো নেভেনি।

এর আগে গতকাল শনিবার সকাল ১০টায় গুদামের ভেতরে কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ তুলাতে পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া বিজিবি ফায়ার ফাইটিংয়ের একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এদিকে, এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিটিএমসি প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তর প্রতিনিধি ও বিটিএমইএ প্রতিনিধি।