গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এক কলেজ ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুবৃত্তরা। এসময়ে ওই বাড়িতে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে।
রোববার দিবাগত রাত তিনটার দিকে এঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
নিহত হলেন, মাহিউস সুনান চৌধুরী (১৮) গাজীপুর মহানগরের সালনা মোল্লাপাড়া এলাকার এ কে এম জালাল উদ্দিন চৌধুরীর ছেলে। তিনি গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ জানান, রোববার দিবাগত রাত ৩ টার দিকে একদল দুবৃত্ত তাদের বাড়ির গ্রীল কেটে প্রবেশ করে। দুবৃত্তরা তাদের বাড়িতে স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এসময়ে কলেজ ছাত্র মহিউর তাদের বাধা দিলে তাকে দুবৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। তবে এটি ডাকাতির বা লুটের ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ড একটি তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। প্রকৃত ঘটনা উদ্ধারের চেষ্টা চলছে।
এছাড়া ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা, সিআইডি ও পিবিআই পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করার কাজ করছেন।
নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩ টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রীল কেটে ভিতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেধে ফেলে। পরে ঘরের আলমারী ভেঙ্গে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫-৩০ হাজার টাকা নিয়ে যায়। এসময়ে তার ছেলে বাধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তারা।
গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তানভীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের বাবা প্রায় তিন বছর আগে মারা গেছেন। তাদের দোতলা বাড়ির দোতলায় নিহত মাহিউস, তার মা ও বোন বসবাস করতেন। রাত ৩টার দিকে ছয়/সাতজন দুর্বৃত্ত দোতলার উত্তর দিকের গ্রীল কেটে ঘরের ভেতর ঢুকে। ডাকাতরা ঘরে নিহতের মা ও বোনকে কক্ষের ভেতর বেঁধে রেখে স্বর্ণালঙ্কার-টাকা লুটে নিয়ে যাওয়ার সময় মাহিউস ডাকচিৎকার শুরু করলে তাকে হত্যা করে পালিয়ে যায় বলে স্বজনরা জানান।