ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ইংলিশদের ‘বাংলাওয়াশ’ করেছেন সাকিব আল হাসানরা। সেই জয়ের রেশ এখনও কাটেনি। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হচ্ছে আগামীকাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। শুক্রবার উন্মোচন করা হলো সেই সিরিজের ট্রফি।
বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বালবির্নি এই ট্রফি উন্মোচন করেন। সিরিজটি সামনে রেখে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে দুদলই।
এই সিরিজ নিয়ে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ডকেও সম্মান করি আমরা। কিন্তু আমরা কোন দলকে ভয় করি না। ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে দলকে প্রস্তুত করেছিলাম আয়ারল্যান্ডের সঙ্গেও তার চেয়ে কম করা হচ্ছে না। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে কোন দলকে হারানোই আমাদের জন্য কঠিন না। এটা আমাদের মূল বিষয়।’
আগামী ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বাকি দুই ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে দুপুর ২টায় শুরু হলেও সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে – ২৭, ২৯ ও ৩১ মার্চ।
বাংলাদেশ দল: তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও রনি তালুকদার।