বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ এবার মংলার ওসির বিরুদ্বে যৌনসহ বিভিন্ন হয়রানীর ও তার বিচারের দাবীতে এআইজি সিকিউরিটি সেল পুলিশ হেড কোয়াটার বরাবর অভিযোগ করলেন মংলার এক গৃহবধু মাসুদা আক্তার নিশি । অভিযোগে তিনি উল্লেখ করেন মংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম আদালতে বিচারাধীন থাকা জমি নিয়ে হস্তোক্ষেপের কোন সুযোগ নেই। তিনি আমাদের বিবাদীদের নিকট থেকে অনৈতিক সুযোগ নিয়ে তাদের পক্ষনিয়ে বিভিন্ন ধরনের হয়রানী করছে। আমার শ্বশুর মোঃ ই্উসুফ হাওলাদার প্রতিপক্ষ মোঃ কামাল হোসেনের বিরুদ্বে বাগেরহাট-২ যুগ্ম জেলা জজ আদালতে দলিল বাতিলের একটি মামলা দায়ের করেন। অপর একটি মামলায় ৪৪ ধারায় আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ওসির সহযোগীতায় বিবাদীরা একের পর এক আমাদের বাড়ী দখল, গেট ভাংচুরসহ নানা সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। নিশির অভিযোগে আরো বলেন,ওসি মনিরুল ইসলাম আদালতে বিচারাধীন জমির ইন্সুতে সে আমাদের বাসায় গিয়ে আমার হাতধরে পিঠে হাত বুলাতে থাকে। এসময় আমি তার হাত সরিয়ে দিলে আমার কাছে হোয়াইটস আ্যাপ নম্বর চায় , আমার হোয়াইটস আ্যাপ নম্বর নাই বল্লে তিনি আমাকে তার থানার তৃতীয় তলায়একা একা যেতে বলে। ওসি এসময় আরো বলেন একা একা তিন তলায় গেলে সব সমস্যার সমাধান করেদিব। আমি ওসির প্রস্তাবে রাজী না হওয়ায় আমাদের উপর মানশিক অত্যাচার ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। মানসিক অত্যাচারে আমার স্বামী মোজাম্মেল হোসেন হিমেল মানুষিক অসুস্থ হয়ে ব্রেন ষ্টোক করে। ঐ গৃহবধু আদালতে বিচারাধীন জমি নিয়ে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলামের এ ধরনের বেআইনী হস্তক্ষেপ ও এ ইন্সুতে পুলিশী হয়রানীর প্রতিবাদ ও বিচারের দাবী জানান।
এবিষয়ে মংলা থানার অফিসার্চ ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমি কখন ও একা একা তার বাড়ী যায়নি। কখনো হোয়াইটস আ্যাপ নম্বর চাই নি। তিনি আরো জানান, গৃহবধু মাসুদা আক্তার নিশি আমার মাধ্যমে সুযোগ সুবিধা না পেয়ে আমার বিরুদ্বে কুৎসা রটাচ্ছে। এসব মিথ্যা বানোয়াট ভিত্তি হীন।