দেশবার্তা

সাড়ে ৩ ঘণ্টা পর ছাড়া পেলেন খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের সাড়ে তিন ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই মামলায় জামিননামা দেখালে কোতোয়ালি থানা পুলিশ তাকে ছেড়ে দেয়।

এর আগে বিকেল তিনটার দিকে তাকে ২০১৮ সালে বিশষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে কোতোালি থানা পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু সেই মামলায় তিনি জামিনে থাকার বিষয়টি পুলিশ জানত না বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, গ্রেপ্তারের পর খন্দকার মুক্তাদিরকে থানা হাজতে রাখা হয়। সন্ধায় তার আইনজীবী জামিনের রি-কল কপি নিয়ে আসলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি জানান, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছিল। সেই মামলায় দু’দিন আগে মুক্তাদিরের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়না থানায় পৌঁছে। কিন্তু মামলায় তিনি জামিন নিয়েছেন বলে থানায় কোনো তথ্য দেননি। ফলে আদালতের পরোয়ানা পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।