আজ সোমবার কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের বোর্ডের সদর দফতর গওহরডাঙ্গা মাদরাসা থেকে ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ও গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন। কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলে পাশের হার ৯০.৩৮। মুমতাজ ৩৫. ৯৫। জায়্যিদ জিদ্দান ২৫. ৭৯। জায়্যিদ ১৫.৭৪। মকবুল ১২. ৯। রাসিব ৯.৬২।
ফজিলত জামাতে পাসের হার ৮৬.৫ %, মুমতাজ ১১.১%। সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৬৯.১১%, মুমতাজ ৮.৬%, সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৭৫.৪৭%, মুমতাজ ১১.৬৮%। মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৮৩.৯৪%, মুমতাজ ২৩.৮৪%। ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৮৮.২%, মুমতাজ ২৬.৯২%। হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮.৩৩ %, মুমতাজ ৪৮.৮৫%। ১৫ পারা গ্রুপে পাসের হার ১-১৫ পাস ৯৪.১৪% মুমতাজ ৩৪.৩৮% ১৫ পারা গ্রুপ ১৬-৩০ পারা গ্রুপে পাস ৯৫.৫২%, মুমতাজ ৪৭.৭২%। কেরাত ইজরা পাসের হার ৯৮.৩%, মুমতাজ ৫৬.১৭%। মুফতি রুহুল আমিন তার বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা করে বলেন, আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরবে এবং শান্তি প্রতিষ্ঠায় ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। মুফতি উসামা আমিন সঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, মাওলানা আবদুল্লাহ, মাওলানা হায়াত আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মদ তাসনীম।