রাজনীতি

শেখ হাসিনার সাথে জিততে পারবে না বলে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জিততে পারবে না বলে বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আজকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে, রাজনীতির অপশক্তি বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে। তারা জানে আসন্ন নির্বাচনে জিততে পারবে না। শেখ হাসিনার সঙ্গে জিততে পারবে না। সেজন্য ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, বাঙালির ইতিহাসে চলার পথে বারবার ‘ষড়যন্ত্র’ হয়েছে এবং এখনো তা চলছে।

বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ বিনির্মাণে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে মুজিবনগর দিবসে একদিকে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার, অন্যদিকে উন্নয়ন সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী রাজনৈতিক অপশক্তি বিএনপি, জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে।’

তিনি বলেন, ‘এত রক্তপাতের পরও আমাদের প্রাপ্তি শূন্য নয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি আছে। বঙ্গবন্ধুর স্বল্পোন্নত বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নশীল দেশ।’