দেশবার্তা

ঝিনাইদহে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত

ঝিনাইদহে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে ২ রাকাত বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেছে মুসল্লিরা। মঙ্গলবার সকালে শহরের ওয়াজের আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা ইমাম পরিষদ এ নামাজের আয়োজন করে। নামাজ উপলক্ষ্যে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন মৃসল্লিরা মানুষ। নামাজ শেষে দুই হাত তুলে উপস্থিত সকলেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করেন।

নামায শেষে মুসল্লীরা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি নেই। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। ফসল উৎপাাদন ব্যহত হচ্ছে। মানুষসহ প্রাণীকুল হাঁসফাঁস করছে। আল্লাহ কাছে বৃষ্টির মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রাণ আমাদের চাওয়া।

এদিকে নামাজ শেষে ঝিনাইদহ ইমাম পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যেত তখন নবী করিম (স:) সাহাবা একরামদের নিয়ে যে সালাত আদায় করতেন তাকে সালাতুল ইস্তিসকা বলে। ইস্তিসকা মানেই হল বৃষ্টি প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা। তাই আমরাও বৃষ্টির জন্য আজ ইস্তিসকা নামাজ আ্দায় করলাম।