যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রামে’ (আইভিএলপি) অংশ নিতে ওয়াশিংটন যাচ্ছেন আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি।
তিনি ২৯ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত সেখানে একটি বহু আঞ্চলিক কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ৪ ও ৫ মে ওয়াশিংটন, মিশিগান ও নিউইয়র্ক—এই তিন স্থানেই এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নেহরীন মোস্তফা দিশি তিনটি স্থানেই অংশ নেবেন।
নেহরীন মোস্তফা দিশি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে আইনে মাস্টার্স করেন।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডে তাকে ২০২২ সালে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। বিশ্বের ৩১ দেশের প্রতিনিধিরা এই অর্গানাইজেশনের সদস্য। আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটিতে সদস্য হিসেবে কাজ করছেন।