দেশবার্তা

বাগেরহাটে সঠিক বিচারের দাবিতে এক অসহায় নারীর সংবাদ সম্মেলন

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ
বাগেরহাটে প্রতি পক্ষের হাত থেকে বাচতে ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শাকিলা পারভীন (৩৮ ) নামের এক অসহায় নারী। রোববার (৭ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শাকিলা পারভীন রামপাল উপজেলার বারুইপাড়া গ্রামের আঃ জব্বার মল্লিকের মেয়ে। এ সময় তার ভাইয়ের স্ত্রী মুরসিদা বেগম উপস্থিত ছিলেন।
শাকিলা পারভীন সংবাদ সম্মেলনে জানান, আমার পিতার সাথে পাশ্ববর্তি আব্দুল ছত্তার মল্লিকের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসলে। তারা আমাদের এলাকা ছাড়া করতে প্রায়ই আমার পরিবারের উপর হামলা ও মারধর করে। গত ২১ এপ্রিল বিকালে আমার পিতা আঃ জব্বার মল্লিক আসরের নামাজ আদায়ের জন্য গাজী বাড়ি মসজিদের উদ্দেশ্যে বাড়ি সথেকে বের হন। পাশ্ববর্তি আব্দুল ছত্তার মল্লিকসহ স্থানীয় ফাহাদ মল্লিক, জিহাদ মল্লিক, মহিদুল মল্লিক সোহাগ মীর, জাকির শেখ আমারপিতার পথ রোধ করে। তারা আমার পিতাকে টেনে-হেঁচড়ে আব্দুল ছত্তার মল্লিকের বাড়ির ভিতরে নিয়ে যান। তারা আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে গরুর দড়ি দিয়ে খুটির সাথে বেধে মারপিট করতে থাকে। এ সংবাদ পেয়ে আমার বাবাকে উদ্ধারের জন্য আমার ভাই নাহিদ মল্লিক, আমারছেলে এইচ এসসি পরিক্ষার্থী সিব্বির উদ্ধার করতে গেলে প্রতিপক্ষরা তাদেরকে দা ও লোহার রড় দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয় পথচারিসহ আশপাশের লোকজন তাদের আহতঅবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আমার ভাই ও ছেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও আমার পিতা বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন, অভিযুক্তরা আমাদের মালিকানাধীন মৎস্য ঘের থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার চিংড়ি মাছসহ অন্যান্য মৎস্যাদি লুট করে নিয়েছে। এ ব্যাপারে রামপাল থানায় অভিযোগ দিতে গেলেও তারা আমাদের মামলা গ্রহন করেনি। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায়
তাদের প্রতিনিয়ত মিথ্যা মামলার ভয়ে আমাদের বাড়ি পুরুষ শুন্য হয়ে পড়েছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনাকরেন শাকিলা পারভীন।এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।