চলে গেলেন ‘কালবেলা’ খ্যাত কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার। সোমবার বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পশ্চিমবাংলার শীর্ষ গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদনে জানিয়েছে, এদিন ভারতের স্থানীয় সময় পৌনে ৬টার দিকে এই সাহিত্যিকের মৃত্যু হয়।
গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দুই বাংলার জনপ্রিয় এই কথাসাহিত্যিক। ফুসফুস ও শ্বাসনালী সংক্রমণের কারণে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তে কার্বন-ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে যায় বলে জানা যায়। ভর্তি ছিলেন আইসিইউতে।
সমরেশ মজুমদারের জন্ম ১৯৪২ সালের ১০ মার্চ। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি কলকাতায় যান ১৯৬০ সালে। বাংলায় স্নাতক সম্পন্ন করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে এবং মাস্টার্স সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।