বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহটে পুলিশ পরিচয়ে বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক স্থাপন করে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদী(২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬। এসময় ২টি খেলনা পিস্তল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব। গ্রেপ্তার মোঃ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ এর মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। জানান, প্রতারক আল-আমিন নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়।
বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিকভাবে সে ফেসবুক মেসেঞ্জারে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নারীদের সাথে যোগাযোগ স্থাপন করে। সে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জনের জন্য পিস্তল সদৃশ খেলনা পিস্তল সম্বলিত ছবি ফেসবুকে পোস্টসহ মেসেঞ্জারে প্রেরণ করে। ভুক্তভোগী নারীদের বিশ্বাস অর্জিত হলে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সে তাদের নিকট বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ বিষয়ে ভুক্তভোগী এক নারী র্যাব-৬ বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।
১৪ মে ২০২৩ তারিখ র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ মে) দিবাগত রাতে বাগেরহাট জেলার সদর থানাধীন কার্তিকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক মোঃ আল আমিন ওরফে শেখ মেহেদীকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আল-আমিন প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানায় র্যাব। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে প্ররতারণা মামলা রুজু করা হয়েছে।