জাতীয়

পেঁয়াজ আমদানি অনুমতির খবরে দাম কমেছে ২০ টাকা

পেঁয়াজ আমদানি অনুমতির খবরে প্রতি কেজিতে দাম কমেছে ২০ টাকা। চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে এমনটাই দেখা গেছে।

রবিবার (৪ জুন) সকালে পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকা বিক্রি করা হলেও সন্ধ্যায় তা নেমে আসে ৭০ টাকায়।

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, ‘সকালে খাতুনগঞ্জে পাইকারিতে ৯০ টাকা করে পেঁয়াজ বিক্রি হয়। কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে- এমন খবর প্রকাশের পরপরই দাম কমতে শুরু করেছে। এখন কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাল আরও কমবে।’

দেশে পাইকারি বাজারে ৯০ টাকায় পেঁয়াজ বিক্রি হলে তা খুচরায় ১০০ টাকা ছাড়িয়ে যায়। যা সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলে। এরই প্রেক্ষিতে পেঁয়াজ আমদানি অনুমতির সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে, দেশীয় পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে ও কৃষকদের স্বার্থ রক্ষায় গত ১৬ মার্চ থেকে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।