দেশবার্তা

ভোট দি‌লেন নৌকার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খা‌লেক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লী‌গ ম‌নো‌নিত নৌকা প্রতী‌কের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খা‌লেক ভোট প্রদান ক‌রে‌ছেন। নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাউথ সেন্ট্রাল রোডস্থ পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার সকাল ৯টা ১৫ মি‌নি‌টে তি‌নি ভোট প্রদান ক‌রেন। ভোট দি‌য়ে তি‌নি ব‌লেন, ইনশাল্লাহ বিজয়ী হ‌ব। ভো‌টের ফলাফল যাই হোক না কেন মে‌নে নেওয়া হ‌বে। ‌৬০ থে‌কে ৬৫ শতাংশ ভোট পড়‌বে ব‌লে আশা ক‌রেন তি‌নি।

এদিকে, আজ সকাল ৮টা থেকে ৩১টি ওয়ার্ডের ২৮৯ টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এ ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারই প্রথম সবক’টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট গ্রহণ শুরুর আগে থেকেই কেন্দ্রে এসে পৌঁছেছেন অনেক ভোটার। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে বাড়ছে ভোটারের সংখ্যা।

জানা গেছে, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. আব্দুল আউয়াল সকাল ১০টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বানিয়াখামার এলাকার দারুল কোরআন বহুমুখী মাদ্রাসা কেন্দ্রে, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু সকাল সাড়ে ১০টায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সোনাডাঙ্গা আবাসিক এলাকার কলেজিয়েট স্কুল কেন্দ্রে, আর সকাল ১০টায় আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক।

এবা‌রের নির্বাচ‌নে খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এবার মেয়র পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান (দেয়ালঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)।

৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।