রাজনীতি

সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই। জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। সরকার জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন।’

রোববার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, মৌলবাদ নেই উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। আপনারা জঙ্গিবাদ ও মৌলবাদের কথা বলে ধরা খেয়েছেন। এখন বিভিন্ন দেশ থেকে আপনাদের কাছে কৈফিয়ত চায়। প্রকৃত ধর্ম ও ধর্মীয় ব্যক্তিরা কখনো মৌলবাদ ও জঙ্গিবাদ হতে পারে না।’

পুলিশকে উদ্দেশ করে গয়েশ্বর বলেন, ‘আমেরিকায় ২০ থেকে ৫০ জন পুলিশ কর্মকর্তা টাকা পাচার করেছে। তাদের রক্ষা করবেন নাকি আপনাদের মানসম্মান রক্ষা করবেন। চাকরি রক্ষা করবেন নাকি নিজের সংসার রক্ষা করবেন সিদ্ধান্ত আপনাদের।’

তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ কষ্ট করবে, আর লুটপাট করে খাবে কয়জন (যার সংখ্যা দুই থেকে তিন শতাংশ) বাকি ৯৮ শতাংশ কষ্ট করবে। আর আমরা বসে বসে আঙুল চুষবো এটা হবে না।’