জাতীয়

কিছুদিন হাসপাতালে থাকতে হবে খন্দকার মোশাররফকে

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফকে করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তাকে আরও কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে।

মঙ্গলবার সকালে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও কিছু দিন তাকে হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে।

‘অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন’-যোগ করেন মারুফ।

গত শুক্রবার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ড. মোশাররফকে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে তিনি দুবার ব্রেন স্ট্রোক করেছেন।

ড. মোশাররফ বিএনপির অন্যতম শীর্ষ নেতা। স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এই সদস্য বিএনপি ক্ষমতায় থাকাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।