বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) কাউন্সিলর মো. সেলিম হাওলাদার (৫৯) মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৬টায় মস্তিষ্কে রক্তক্ষরণে নগরীর বাজার রোডের বাসায় তার মৃত্যু হয়।
২০০৩ সালে বরিশাল সিটির প্রথম নির্বাচন থেকে তিনি ৮নং (বাজার রোড-দপ্তরখানা) ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। এর আগে ১৯৯৫ সালে তিনি তৎকালীন বরিশাল পৌরসভারও কাউন্সিলর নির্বাচিত হন।
সর্বশেষ গত ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে সেলিম হাওলাদার ষষ্ঠবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। নবনির্বাচিত কাউন্সিলর হিসাবে আগামী ৩ জুলাই তার শপথ নেওয়ার কথা ছিল।
সেলিম হাওলাদার বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
সেলিম হাওলাদার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ আছর নামাজ বাদ নগরীর বাজার রোডের খাজা মাঈনউদ্দিন মাদ্রাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মুসুল্লি অংশগ্রহণ করেন। পরে মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বিএনপি নেতা এবায়দুল হক চাঁন, মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেলিম হাওলাদারের জানাজায় অংশগ্রহণ করেন।