ফরাসী ফুটবলে যেন আগুন ধরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ছেড়ে মেসির ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর পুরো আকর্ষণ যেন কেড়ে নিয়েছেন এমবাপ্পে। প্রতিনিয়ত তার দল বদলের গুঞ্জনে হাওয়া লাগছে। কখনো ক্লাব কর্তৃপক্ষ কখনো এমবাপ্পে নিজেই এমন সব মন্তব্য করছেন, তাতে পরিস্কার কেউ আর সুখী নয় এই সংসারে।
বিশ্বকাপজয়ী এই তারকা তার দল পিএসজিকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা বড় ধাক্কা দিয়েছে ক্লাবটিকে। ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসী তারকা দাবি করেন, ‘মনে হয় পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না। কারণ, এ দলটায় ঐক্য নেই। হ্যাঁ, অবশ্যই, এর ফলে অনেক গল্প তৈরি হয়, তবে এগুলো আমাকে খুব বেশি ভাবায় না।’
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্তের খবর অনুযায়ী, এমবাপ্পের এমন মন্তব্য ভালো চোখে নেয়নি পিএসজি সতীর্থরা। তাই দলের অন্য ফুটবলাররা মিলে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন ক্লাব মালিক নাসের আল খেলাইফির কাছে। খেলাইফি নিজেও এমবাপ্পেকে নিয়ে হতাশ। তিনি বলেছেন, ‘সে যদি এমনটাই ভাবে, তাহলে কেন চলে যায় না।’
সম্প্রতি ক্যামেরুন সফরে আছেন এমবাপ্পে। বিমানবন্দরে নামার পর, এমবাপ্পেকে এক নজর দেখতে সেখানে ভিড় করেন হাজার হাজার সমর্থক। প্রথমবারের মতো নিজ পিতৃভূমিতে তিন দিনের ভ্রমণে গিয়েছেন পিএসজি সুপারস্টার। ক্যামেরুনের ক্লাব এফসি ভেন্ট ডি’ইতোদির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে এমবাপ্পের।