বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন ছেড়ে দেয়ার দিন শেষ, আর কাউকে ছাড় দেয়া হবে না। সরকারের পদত্যাগ এখন এক দাবি।
বুধবার (১৯ জুলাই) আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের দ্বিতীয় দিনের মতো বিএনপি পদযাত্রায় অংশ নিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে এক পা যাবে না। বিএনপিও সংবিধানের কথা বলে তবে খায়রুল হকের সংশোধনীর পরের কাটাছেঁড়া সংবিধান নয়।
মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের জনগণ ভোটের অধিকার আদায় করে নেবে। বিএনপির নেতাকর্মীরা জেল খাটতে, মৃত্যুকে বরণ করতে শিখেছে আন্দোলন সফল করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি শুরু করেছে। গতকাল সারাদেশে বিএনপির পদযাত্রায় নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন ছেড়ে দেয়ার দিন শেষ, আর কাউকে ছাড় দেয়া হবে না। গতকাল সারা বাংলাদেশে যে অত্যাচার নিপীড়ন করা হয়েছে তার জবাব দেয়া হবে।