রাজনীতি

কার্যালয়ে প্রবেশের চেষ্টা, পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধস্তাধস্তি

তালাবদ্ধ গণঅধিকার পরিষদের কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সন্ধ্যায় নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশ এসে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জেই নুরুল হক ও এক নারী কর্মী আহত হয়েছেন। পুলিশ নেতাদের বের করে দিয়ে কার্যালায়ে পুনরায় তালা ঝুলিয়ে দিয়েছে। গণঅধিকার পরিষদের দুই পক্ষের মধ্যে বিবাদ ঘিরে ওই কার্যালয়ের মালিক মিয়া মশিউজ্জামানের কার্যালায়ের প্রধান ফটকে নতুন কেচিগেট লাগিয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন। ওই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করতে চেষ্টা করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে বাঁধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পুলিশ আমাদের কোন নিরাপত্তা দেয়নি। উল্টো তারাই আমাদের উপর হামলে পড়েছে। তারা আমাদের কার্যালয় ছাড়া করার চেষ্টা করেছে।

সভাপতি নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেটা আপনারা দেখেছেন। আমাদের যা কিছু করা হোক। আমরা বাকশালি সরকারের কাছে মাথানত করবো না। আমাদের চুক্তির মেয়াদ আরো ৬ মাস আছে। তাই আমাদের চুক্তি অনুযায়ী আরো ৬ মাস আমরা কার্যালয়ে থাকবো। কোনভাবেই কার্যালয় ছাড়বো না। পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে ঝামেলা হয়েছে শুনে পুলিশ গেছে। পুলিশের সঙ্গে তাদের কর্মীদের ধস্তাধস্তি হয়েছে।