দেশবার্তা

বৃষ্টিতে একাকার চট্টগ্রামের রাস্তা-ঘাট

বৃষ্টিতে একাকার চট্টগ্রামের রাস্তা-ঘাট। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে বন্দি নগরীর একাংশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও উপস্থিতি খুবই কম। যথারীতি গত কয়েকদিন ধরে যেসব এলাকায় পানি জমে জলাবদ্ধতা হচ্ছিল আজও সেসব এলাকা থেকে পানি সরেনি।

সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিসংখ্যানে ৯ ঘণ্টার কথা বলা হলেও বাস্তবে বৃষ্টি হয়েছে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। তিন ঘণ্টায় ১১৮ মিলিমিটার বৃষ্টিতে প্রায় ডুবে যায় নগরী। সকাল থেকেই বৃষ্টি অব্যাহত থাকলেও এর তীব্রতা বাড়তে থাকে সকাল ৯টার পর। এতে নগরীর সিডিএ অ্যাভিনিউ সড়কে পানি জমে কোমর উচ্চতায় গিয়ে ঠেকে।

ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, চকবাজার ডিসি রোডসহ নগরীর পূর্বাংশের প্রায় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

নালা দিয়ে পানি নামতে না পেরে মোড়ে মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জাকির হোসেন রোডের ওয়ার্লেস মোড় হাঁটু সমান পানি এবং ঝাউতলা রেলগেট এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পোর্ট কানেকটিং রোডের নয়াবাজার মোড়ে প্রায় হাঁটু সমান পানি, তাসপিয়া ও ওয়াপদা এলাকায় রাস্তার একাংশ পানির নিচে, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের নয়াবাজার পানির কল এলাকা, ডিটি রোডের রূপসা বেকারির সামনের এলাকা, ওয়াসা মোড়, জিইসি মোড় প্রভৃতি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে দুপুরের পর বৃষ্টি থেমে আসায় দুর্ভোগ কিছুটা কমেছে।

এদিকে, জলাবদ্ধতার কারণে নগরীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে।