জাতীয়

এনআইডি সার্ভার বন্ধ

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ বুধবার সকাল থেকে সার্ভারটি বন্ধ রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এনআইডি উইংয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, খুব শিগগিরই সার্ভারটি চালু করা হবে।

সাইবার হামলার আশঙ্কায় সার্ভার বন্ধ করা হয়েছে কি না, জানতে চাইলে আশরাফ বলেন, ‘অনেকেই এ ধরনের মন্তব্য করতে পারেন। কিন্তু তা সঠিক নয়।’

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যুনিবন্ধনের ওয়েবসাইট থেকে সম্প্রতি লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়। এরপর দেশে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি আলোচনায় আসে।