ফরিদপুরের ভাঙ্গায় মাইকে ঘোষণা দিয়ে ২ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুল বাজার এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
ঢাক ঢোল পিটিয়ে ২ ইউনিয়নের কয়েক হাজার মানুষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। তবে পুলিশ ও ইউপি চেয়ারম্যানরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
জানা যায়, গত ৪ দিন আগে আজিমনগর ইউনিয়ন পরিষদে সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালীন পাত্রাইল গ্রামের কয়েক যুবক পুকুরপাড় গ্রামের ৪ জনকে মারধর করে। এর জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাত্রাইল গ্রামের পক্ষে কালামৃধা ইউনিয়নের বাসিন্দা এবং পুকুরপাড় গ্রামের পক্ষ আজিমনগর ইউনিয়নের বাসিন্দারা ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এসময় ঢাক ঢোলও বাজানো হয়। ২ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়ারুল ইসলাম জানান, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছি বলে শুনিনি।’