বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ৫০ লাখ টাকার অনুদান নিয়ে বিদেশ ভ্রমণ করছেন’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ায় মেহেদী হাসান রনি নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
অভিযুক্ত আসামি মেহেদী রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল বক্করের ছেলে।
বাদী জয়নাল আবেদীন বলেন, ‘একজন স্বনামধন্য রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করায় ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামে মামলা করা হয়েছে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।