ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে ফের বদলি করা হয়েছে। ছাত্রলীগ দুই নেতাকে থানায় নিয়ে বেধড়ক মারধর করার ঘটনায় অভিযুক্ত তিনি।
রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা আদেশে তাকে বদলি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শকের সই করা ওই আদেশে বলা হয়, উল্লিখিত কর্মকর্তা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।
উল্লেখ্য, রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে অভিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদকে বদলি করে পাবলিক অর্ডার ম্যানেজম্যান্ট (পিওএম) এ সংযুক্ত করা হয়েছিল।