দেশবার্তা

সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে অবহিতকরণ সভা”

বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩ বাগেরহাট জেলা লিগাল এইড কমিটির সম্মানিত চেয়ারম্যান, বাগেরহাট জেলার জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলামের সভাপতিিত্বে বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের বিচার বিভাগের বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ , বিজ্ঞ প্যানেল আইনজীবৃন্দ, সিনিয়র জেল সুপার, উপজেলা ও ইউনিয়ন লিগাল এইড কমিটির সদস্যবৃন্দ, জিআরওবৃন্দ, জেলা কমিটির সদস্যবৃন্দ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা জজ এস এম সাইফুল ইসলাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওসমান গনি , অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড আতিকুস সামাদ ।
অনুষ্ঠানে জেলা জজ মোঃ রবিউল ইসলাম বলেন, লিগাল এইড কার্যক্রমের গতিশীলতা আনতে ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে। বাগেরহাটের সকল সচেতন নাগরিককে লিগ্যাল এইড কার্যক্রমের প্রচার প্রচারণায় এগিয়ে আসার আহ্বান জানান। সিটিজেন চার্টার এর আলোকে বাগেরহাট জেলা লিগাল এইড অফিসার , সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম বিনামূল্যে লিগ্যাল এইড সেবা, দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক বিরোধের বিষয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তিসহ তার ওপর অর্পিত দ্বায়িত্ব করে চলেছেন। এই অফিসের কার্যক্রমের আরো ব্যাপক প্রসারের জন্য তিনি সকল স্টেকহোল্ডারদের ( অংশীজনদের) আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগাল এইড অফিসার

ইব্রাহিম খলিল মুহিম।