বাগেরহাট থেকে রুহুল আমিন বাবুঃ বাগেরহাটে অভিনব পদ্ধতিতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার করার মূলহোতা মিজানুর রহমান মজনুর প্রতারণার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৮ই অক্টোবর সকালে খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে গৌরম্ভা এলাকাবাসীর আয়োজনে শ্রীরম্ভা ও নোয়াল তলা, বর্ণী এলাকার নাইম শেখ, কামরান শেখ, মহিদ শেখ স্ত্রী, শিমুল,রুবেল, শুকুর আলি, মহিদ শেখ, ওবায়েদ শেখ, তরিকুল সহ সর্বসাধারণ জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ মানববন্ধনে উপস্থিতি ভুক্তভোগী মোহিদ শেখ এর স্ত্রী বলেন, আমার ছেলেকে চাকরি দেওয়ার কথা বলে ১লাখ ৭৫ হাজার টাকা নিয়েছে,টাকা চাইলে বলে এসে দিতেছি আমি এর বিচার চায়।
এ সময় আর এক ভুক্তভোগী নাইম শেখ বলেন, ভাঙ্গারি বিক্রয় কথা বলে আমার বন্ধুর বাবার কাছ থেকে ৫২ লক্ষ ৫০ হাজার টাকা তার সোনালী ব্যাংকের এর মাধ্যমে প্রতারণা করেছে,তাই এলাকার সকলে দাবি প্রতারক চক্রের মূল হোতা মিজানুর রহমান মজনুকে অতি দ্রুতই বিচারের আওতায় আনা হোক।
অভিযুক্ত মিজানুর রহমান মজনুর সাথে সাংবাদিকরা যোগাযোগ করতে তার মুঠো ফোনে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দাবি অতি দ্রুত এ প্রতারক চক্রের মূল্য হোতা মজনুর প্রতারণার সঠিক বিচার করা হোক তাহলে যেমন এক দিকে প্রতারিত হওয়া অসহায় ভুক্তভোগীরা ফিরে পাবে তাদের কষ্টের অর্জিত মূলধন।