দেশবার্তা

ভূঞাপুরে পুলিশ পরিচয়ে ছিনতাই- ভুক্তভোগী আদালতের দ্বারস্থ

মোঃ ফারুক আহমেদ ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ভূঞাপুরে গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া গ্রামে গত ৩১ জুলাই জাহাঙ্গীর হোসেন নামে এক কাপড় ব্যবসায়ীকে ধরে পুলিশ পরিচয়ে মারধর ও পরে ১০ লাখ টাকা দাবী করে কয়েক জন যুবক। বিকাশের মাধ্যমে তার স্বজনরা ৩ লাখ টাকা দিলে তাকে আহত অবস্থায় পাশের এক পাটক্ষেতে ফেলে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করে। তারা হলো ছাব্বিশা গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব (২০), খুপিবাড়ি গ্রামের আজিজ মিয়ার ছেলে কাওছার, ফসলান্দি গ্রামের শামছুল হকের ছেলে সিফাত। আহত জাহাঙ্গীর হোসেন কে স্থানীয় ভূঞাপুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই স্থানীয় ভাবে আপোষ মীমাংসা করার আশ্বাস দেন স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিন্তু তিন মাস পার হয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি।
ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন বলেন, তাৎক্ষণিক ভাবে মীমাংসার নামে থানায় মামলা করতেও দেননি।
আমাকে মেরে মারাত্মক আহত করে, আমি হাসপাতালে ভর্তি থাকার কারনে থানায় যেতে পারিনি। কিছুটা সুস্থ হলে ভাইস চেয়ারম্যানের কাছে একাধিক বার কথা বলেছি তিনি শুধুই তাল-বাহানা করেছেন, বাধ্য হয়ে টাঙ্গাইল আদালতে মামলা করেছি।
ভূঞাপুর থানার এস আই ফরিদ আহমেদ জানান,
গত ২৪/০৯/২০২৩ তারিখে
বিজ্ঞ আদালতে দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে মামলার রিপোর্ট আদালতে দাখিল করা হবে।