আন্তর্জাতিক

হামাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বাইডেনের

ফিলিস্তিনের স্বাধীনতাবাদি সংগঠন হামাসের বিরুদ্ধে এবার ইসরায়েলি নারীদের ধর্ষনের অভিযোগ আনা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় সেখানকার নারীদের হামাসের যোদ্ধারা বারবার ধর্ষণ করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছেন।খবর রয়টার্স ও বিবিসির।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার সময় হামাস বারবার নারীদের ধর্ষণ করেছে এবং তাদের দেহ বিকৃত করেছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জানিয়েছেন।

মূলত হামাসের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই অভিযোগ সামনে এনেছেন তিনি।

বোস্টনে রাজনৈতিক তহবিল সংগ্রহের অনষ্ঠানে বক্তৃতা করার সময় জো বাইডেন এসব কথা বলেন। তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে ‘অকল্পনীয় নিষ্ঠুরতার’ চিত্রগুলো সামনে এসেছে।

তার দাবি, ‘নারীদের বারবার ধর্ষণ করার পাশাপাশি জীবিত অবস্থায় তাদের দেহ বিকৃত করা হয়েছে। নারীদের মৃতদেহ অপবিত্র করা হয়েছে, হামাস সন্ত্রাসীরা নারী ও মেয়েদের যতটা সম্ভব বেদনা ও যন্ত্রণা দিয়েছে এবং তারপরে তাদের হত্যা করছে। এটা আতঙ্কজনক।’

আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ এবং ব্যক্তিদের প্রতি যৌন সহিংসতার নিন্দা করার আহ্বান জানিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

রয়টার্স বলছে, গত ৭ অক্টোবরের হামলার পর গ্রেপ্তার হওয়া কয়েকশ লোকের মধ্যে কয়েকজনের সম্ভাব্য যৌন অপরাধের তদন্ত করছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলের বিচার মন্ত্রণালয় বলেছে, ‘ভুক্তভোগীদের নির্যাতন করা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে এবং টুকরো টুকরো করা হয়েছে।’

এদিকে হামাস যোদ্ধারা ইসরায়েলি নারীদের বারবার ধর্ষণ করেছে বলে বাইডেন যে অভিযোগ তুলেছেন তার নিন্দা করেছে হামাস।

নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে হামাস বলেছে, গত ৭ অক্টোবর যৌন সহিংসতা ও ধর্ষণের জন্য হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বাইডেন যে ‘মিথ্যা অভিযোগ করার চেষ্টা’ করেছেন তার নিন্দা জানাচ্ছে তারা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি আরও বলেছে, গাজায় মার্কিন সহায়তায় সংঘটিত যুদ্ধাপরাধ ধামাচাপা দেয়ার জন্য এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করার জন্য ইসরায়েলের প্রচেষ্টায় যোগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

গাজায় যখন নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তখন মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ ফন্দি করছে বলেও দাবি হামাসের।