রাজনীতি

প্রহস‌নের বিচারের’ প্রতিবা‌দে জামায়া‌তের বি‌ক্ষোভ

নিন্ম আদাল‌তে বিচা‌রের না‌মে প্রহসন এবং বি‌রোধী দ‌লের নেতা‌কর্মী‌দের বি‌রু‌দ্ধে ফরমা‌য়েশি রায় দেওয়া হ‌চ্ছে ব‌লে অ‌ভি‌যোগ তু‌লে বি‌ক্ষোভ ক‌রে‌ছে জামায়া‌তে ইসলামী। শ‌নিবার দল‌টির ঢাকা মহানগর উত্তর শাখায় রাজধানীর রামপুরায় এবং দ‌ক্ষিণ শাখা ম‌তি‌ঝি‌লে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রেছে। রোববার মানবা‌ধিকার দিব‌সে ঢাকায় মানববন্ধ‌নের কর্মসূ‌চি র‌য়ে‌ছে।

শ‌নিবার সকা‌লে রামপুরার বি‌ক্ষো‌ভে মহানগর উত্তর জামায়া‌তের সে‌ক্রেটা‌রি ড. মুহাম্মদ রেজাউল করিম ব‌লে‌ছেন, জনগণের ভোট, ভাত, মানবাধিকার এবং সাংবিধানিক অ‌ধিকার প্রতিষ্ঠায় নারী-পুরুষ, দলমত নির্বিশেষে সকল‌কে প্রয়োজনে রাজপথে জীবন দি‌তে প্রস্তুত থাক‌তে হ‌বে।

মিছিলটি রামপুরা বাজার থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মি‌ছিলকারীরা নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে নির্বাচ‌নের দা‌বি‌তে এবং গুম-গুপ্ত হামলার প্রতিবা‌দে স্লোগান দেন। পু‌লিশ আসার আ‌গেই তারা সরে প‌ড়েন।

একই ইস্যুতে আ‌য়ো‌জিত ম‌তি‌ঝি‌লের বি‌ক্ষো‌ভে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেন, গ্রেপ্তার, মামলা, গুপ্ত হত্যা ও ফরমায়েশি রায়ে সাজা দিয়ে অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।