রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্প ফিলিংস্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মো: সালাউদ্দিন (৪০)।
রোববার রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
আগে এই ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে।
গত বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. মো: তরিকুল ইসলাম জানান, মহাখালীর বিস্ফোরণের ঘটনায় মো: সালাউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মৃত্যুবরণ করেন।
তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও আরো পাঁচজন চিকিৎসা নিচ্ছেন।