রাজনীতি

বিএনপি ভয়ংকর হামলা চালাতে পারে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি প্রয়োজনে গুপ্তহত্যায় যাবে। লন্ডন থেকে এমন নির্দেশনা এসেছে বলে শুনতে পাচ্ছি। তারা আরও ভয়ংকর হামলা চালাতে পারে।’

আজ শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বিএনপির অপপ্রচারে কেউ কান দেবেন না। তারা কী সারাদেশে উৎসব মুখরতা দেখতে পাচ্ছে না? আমরা দেখছি মানুষ ভোট দিতে অপেক্ষা করছে। বিএনপি মানুষকে ভোটকেন্দ্রে না যেতে আতঙ্ক ছড়াতে পারে।’

তিনি বলেন, ‘একটা দল কতটুকু দেউলিয়া হলে লিফলেট বিতরণের মতো পর্যায়ে পৌঁছে পশ্চাৎযাত্রায় যেতে পারে তা দেশের মানুষ দেখছে।’

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় যে কারও বিরুদ্ধে নেওয়া কমিশনের সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থন থাকবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন একটা চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জ মোকাবিলা করব। নির্বাচন হবেই। নির্বাচনের কোনো বিকল্প নেই। আমাদের জয়েরও কোনো বিকল্প নেই।’

সংলাপের প্রশ্নে তিনি বলেন, ‘আগে নির্বাচন হোক। নির্বাচনের পরে দেখা যাবে সংলাপের কোনো কারণ আছে কি না!’