দেশবার্তা

ভোট থেকে সরে দাঁড়ালেন নোঙর মার্কার প্রার্থী সুকৃতি কুমার

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডল দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান তিনি।

এ সময় বিএমজেপির সভাপতি বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনৈতিক প্রক্রিয়াকে সচল রাখার জন্য চলতি ২০২৪ দ্বাদশ সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ৮৮ যশোর-৪ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত দিক থেকে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আমি বর্তমান নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তিনি যশোর-৪ আসনে নোঙর মার্কা নিয়ে অংশ নিয়েছিলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্টের (বিএনএম) প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল তাকে।

সুকৃতি বলেন, নোঙর মার্কায় নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং আইনগত দিকে নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ায় আমি বর্তমান নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাইনরটি জনতা পার্টির স্থানীয় নেতা শেখর সরকার, উত্তম কুমার মণ্ডল, সুলভ বিশ্বাস, মকবুল হোসেন প্রমুখ।